আমার বুকের ভিতর আছো তুমি
আছো অন্তরের গভীরে,
আমার সারা সত্বায় ছেয়ে তুমি
আমার বাহিরের বাহিরে।


আমার আমির মধ্যে আছো তুমি
সর্বব্যাপী তুমি।


নিশিদিন যে সুর বাজে
আমার হৃদয় বীণার তারে,
তারেও যে তুমিই বাজাও
আমার বড়ই আপন তুমি।


আমার বুকের ভিতর প্রাণের ভিতর
আমার আমির মধ্যে তুমি,
আমার সারা সত্বায় ছেয়ে আছো
আমার যা কিছু সব তুমি।
=================
অমিতাভ (২৯।৫।২০১৫)বাড়ি, সকাল ৬-০০