সুতীব্র উত্তাপে একি অসহ্য জীবন !


(১)
তাই কবিগুরু বলে ওঠেন -


দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে  
রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন. ............ রবীন্দ্রনাথ  
=====================


(২)
নজরুল ? তিনিও বলেন শুনি –

তৃষিত আকাশ কাঁপে রে
প্রখর রবির তাপে রে ||
চাহিয়া তৃষ্ণার বারি
চাতক উঠে ফুকারি
করুণ শ্রান্ত বিলাপে রে || ............... নজরুল
=====================


(৩)
বেচারা অমিতাভ ! ঘেমে নেয়ে বলে ওঠে –


সয়না যে আর সয়না প্রাণে তীব্র দহন জ্বালা
জৈষ্টের এই স্তব্ধ দুপুর
চারিদিক নিস্তব্ধ নিঠুর,
নিদারুন তাপে ধরণী যে কাঁদে, একি দুঃসহ জ্বালা !....... অমিতাভ
========================
অমিতাভ (২২।৫।২০১৫)বাড়ি , দুপুর ১২-৪০