আবির্ভাবেই দেখেছিলাম
উদার নীল আকাশ আর মায়ের নরম কোল
রঙিন পৃথিবী আর শিশির ভেজা ভোর।


বুকে হেঁটে, হামাগড়ি, হাঁটি হাঁটি পা পা –
জীবনের পিরামিডে ক্রমেই আরোহন,
অমৃতসুধা পান, আদরের চুম্বন
আনন্দঘন এক স্বর্গীয় জীবন।


স্মৃতির রোমন্থনে দেখি আমার জীবনবৃত্তের
কেন্দ্র বিন্দুতে এক অলোকবর্তিকা-
আদরনীয়া স্নেহময়ী মা যে আমার।


সে  যে  ‘ডে জাভু’ আমার ...
সে আমার ‘ভিনি ভিডি ভিসি’ ...


একটু একটু করে ব্যাসার্ধ বেড়ে ওঠে
ছোট্য আমাকে নিয়ে আমার পৃথিবীর।
স্বপ্নীল শিশুকাল নিষ্পাপ শৈশব
মায়ের নরম কোল ছিল নিভৃত আশ্রয়।


ধুসর স্মৃতিতে আজও হৃদয় বীনার তারে
ম্রীয়মান সুরে ওরা বাজে –
অবাক করা 'ক্ল্যাসিকেল সিম্ফনির' মত !!


শৈশবের উচ্ছল খিল খিল হাসি
মায়ের মমতামাখা মুখ -    
বুক ভরা স্নেহ আর তৃপ্তির নেশা নিয়ে
কী অপরূপ আনন্দময়ী তার রূপ !!


মা -
সে  যে  ‘ডে জাভু’ আমার ...
সে আমার ‘ভিনি ভিডি ভিসি’ ...
=======================
অমিতাভ (৭।৬।২০১৫) বাড়ি, সকাল ৭-০০


( কবিতাটি আমার একটা ইংরেজি লেখার , Angel on earth এর অনুবাদ । কেমন হল জানালে খুশি হব, )


** ডেজা ভু ... (ফ্রেনচ) ছায়াপাত – যেন দেখেছি কখনও কোথাও আগে
** ভিনি ভিডি ভিসি (লাতিন) ... এলাম, দেখলাম, জয় করলাম