অনেক হল বিলাসীতা,  আধুনিকতায় অবগাহন
স্কাইস্ক্রেপারের ঝুলন্ত বাগানে বসে ক্যান্ডেল লাইটে ডিনার সেবন
লিমুসি গাড়ি, দূরন্ত গতিবেগ, ক্যসিনোয় দ্যুতক্রীড়া, সাথে নাইট ক্লাব।
সাইকেডেলিক শব্দ আর  আলোছায়ার মোহিনী মায়ায়-
এসেন্সিয়েল অয়েলে মাখা লাস্যময়ীর নরম হাতের উদ্দিপক ম্যসেজ।
কিন্তু কোথায় ভালবাসা অনাবিল প্রেম?
সবই তো বৈভব জৌলুস আর মেকি আধুনিকতার মোড়কে এক আকর্ষক বিপণন যেন!
ভালবাসা প্রেম কাম আন্তরিকতারা আজ পিজ্জা বারগার কিংবা হট ডগসের মত।
মূল্য ধরে অর্ডার দিলেই সুসজ্জিত হয়ে ওরা টেবিলে হাজির,
তবে হ্যাঁ এক নির্দিষ্ট সময়ের বাঁধা চৌখুপি ডোরে!
সময় শেষ, ভালবাসা প্রেম কাম ওরাও নিঃশেষিত এবং উধাউ।


আধুনিক এ জীবন দিয়েছে বৈভব গতিবেগ চাকচিক্ক যত
বিনিময়ে কেড়ে নিয়েছে যত কোমলতা মূল্যবোধ, মানবিকতা হয়েছে নিহত।
হোটেল কিংবা বারে উজ্বল আলোর নিচে কত নাচ গান পানাহার উদ্দামতা,
পিছনেই গ্রীন রুমে নীরবে বয়ে যায় নোনাজলে ভরা এক অশ্রুনদী অবিরত,
কত যে বিসর্জন হয় প্রতি সন্ধ্যায় নয়তো বা রাতভর
ডুকরে ওঠা চাপা কান্নাদের সাথে !!
কত যে বেদনারা লুকিয়ে রয়েছে পরতে পরতে ওই শাড়ীর ভাঁজে  ভাঁজে
আধুনিকতার মোড়কে ওরা রক্তাক্ত খঞ্জর নিয়ে বুকে।


লিখতে পারছেনা আর ক্লান্ত আঙ্গুল দুটো চলছেনা হাত
শেষ রাতে দ্রোহকাল - চোখের সাথে মনের,
সামনের টেবিলটাতে দেখি খালি ক্রিষ্টেলের গ্লাস
তলানিতে পড়ে রয় দু ফোঁটা তরল লাল -
কাঁচের দেওয়াল ঘেরা বন্দী দশায়,
জ়ড়ানো ঘোলা চোখ, স্তব্ধ দুটি হাত,
অবিন্যস্ত পড়ে রয় যত আধুনিকতা …
কোথায় ভালবাসা ?……… প্রেম? ……… আন্তরিকতা?
জানেনা ঘোলা চোখ , জানেনা  অবিন্যস্ত এই আধুনিকতা …
============================
অমিতাভ (১৯।৬।২০০৭)সিঙ্গাপুর, রাত ১-৪৫