একই ভাবে হাসি কাঁদি
    দুঃখ সুখও একই ।
    একই শোনিত প্রবাহিত
    একই অনুভূতি ।
    
    তবু কেন এই ভেদাভেদ
    মাঝে মন্দির মসজিদ ?
    পুরাণ কোরাণ রাম রহিমে
    এতই কষা কষি ??


    দুমুঠো চাল একটু হাসি
    মাথা গোঁজার ছাউনি খুঁজি ,
    তাও তো নেই সবার কাছে
    আছে ধর্মের পুঁজি !!
  
    বুঝিনা এ কেমন ধরম
    বিষম লাগে মনে শরম্  ।
    মানুষ যে বীজ পুঁতেছিল
    সে যে ফল দিয়েছে বিষ !


    জ়হ্লাদ হয়ে সামনে সবার  
    ধর্ম , রাজনীতি !
    মনুষ্যত্বের জলাঞ্জলি
    খেলি রক্ত দিয়ে হোলি ।


    ধর্মের দাসত্বের নিচে      
    মনুষ্যত্বের বলি ।


    বাঃ বারে আমার
    উদ্ভট এই ধর্ম আর রাজনীতি !
    অশান্ত ধরণীতে আজ
    এ কি নির্মম আহুতি ??
    =================
    অমিতাভ ( ১৫।৯।২০১৪)সন্ধ্যা ৬-৩০