একদিন হয়তো বা ছিল শ্রেষ্ট প্রজাতি
সৌরমন্ডলের বড় আদরনীয় গ্রহ
এই সবুজ পৃথিবীর ...
হ্যাঁ  মানুষ ছিল তার নাম।


দায়বদ্ধ ছিল তারা, একত্রিত ছিল
চোখে স্বপ্ন ছিল তার অনেক অনেক।


আজও স্বপ্ন তার আছে বিলক্ষন
শুধু বদলে গিয়েছে সময়ের বিবর্তনে,
হিংসা দ্বেষ আর স্বার্থপরতার
ক্ষুদ্র ব্যসার্ধের ভিতর - সুতীব্র আবর্তনে ...


ক্ষুদ্র দেহ নিয়ে অনেক অনেক বড় জীবেদের মাঝে
প্রতিকুল আবহে ওরা বেঁচেছিল, একত্রিত সঙ্ঘবদ্ধ হয়ে
বাঁচার তাগিদে।


বেঁচে আছে আজও ওরা
তবে হিংসা দ্বেষ আত্মগরিমা আর সঙ্কির্ণ স্বার্থ নিয়ে
সঙ্ঘবদ্ধতা ভুলে ...
মনুষ্যত্বহীন হয়ে নিজের প্রজাতিরে মেরে
প্রকৃতিকে ধ্বংস করে দর্পিত হয়ে...


তবুও নিজেরে সে শ্রেষ্ট প্রজাতি বোলে
আজও ঘোষনা করে সদর্পে উল্লাসে -
জানিনা কি করে ??


নির্বিকারে বৃক্ষ তার সব দান করে
অকৃপণ দান করে আলো হাওয়া জল
পাখি গান গেয়ে যায় নতুন প্রভাতে।
অথচ সর্বস্য লুন্ঠনকারি
মানুষ বলে যায় “আমিই মহান”
জানিনা কি  করে ??


নীরবেই গোলাপের পাপড়িরা ঝরে
সুগন্ধ ছড়িয়ে,
পরিত্যক্ত কাঁটাগুলো হাসে তারে অবজ্ঞাভরে।


যা কিছু মহৎ গুন বিসর্জন দিয়ে
পঞ্চরীপুর সাথে গড়েছি বসতি,
অথচ সোল্লাসে চিৎকার করে বলি
' আমরা  মানুষেরা শ্রেষ্ট প্রজাতি '
জানিনা কি করে ??
=================
অমিতাভ (২৩।৬।২০১৫)বাড়ি, সকাল ৭-০০