(১)তখন আমি বিশে
===========
সদ্য তখন পা দিয়েছি সগৌরবে বিশে
সাদা কালোয় মিশে
এগিয়ে চলেছি আমি উতল হাওয়ায় ভেসে ...
কত আনন্দ-আবেগ-প্রেম কুন্ঠা মনে নিয়ে ।


চাবুক মেরে ছোটাই ঘোড়া জয়ি হওয়ার মত্ত নেশায়
রঙিন কত স্বপ্ন চোখে, তখন আমি বিশে .....


(২)অনন্ত সুখ
=======
তুই যে আমার ভীষন ভীষন সুখ
অপলকে তোরে দেখে তোর শরীরের গন্ধ মেখে  
অমৃতের পরশ সুখে  আমি বিমুগ্ধ উন্মুখ,
তোরই আলোয় তোরই ছায়ায় -
কায়ায় মায়ায় মগ্ন নেশায় শুধুই তখন তুই
তুই যে আমার আলোর শিখা হৃদস্পন্দন তুই।
তুই যে আমার তরতাজা যুঁই  বকুলবিথী
খোলা আকাশ ভোরের শিশির  
রেনু রেনু পরাগ মধু আমার অনন্ত সুখ তুই ...



(৩)ঝড়
=====
ঝড় উঠেছে হৃদয়পুরে উতরোল কোলাহল
বাণ ডেকেছে হৃদয়মাঝে ভেঙ্গেছে অর্গল
ঢেউয়ের দোলায় পাড় ভেঙ্গে যায় বাণভাসি সঞ্চয়
শুকনো ফুলের মতই ওরা যায় ভেসে সকল।


রিক্ত এ’মন, শূন্য হৃদয় নেই কোনও সম্বল
ঝড় উঠেছে হৃদয়পুরে উতরোল কোলাহল ...
====================
অমিতাভ (৮।৭।২০১৫) সকাল ৭-০০