আনন্দ আনন্দ ...
নাঃ কোনও সাড়া নেই তার, টু শব্দটিও নেই
চলে গেছে ঘর ছেড়ে কিচ্ছু না বলে।
একাকী ঘরের কোণে নিভৃতে জাগরণে
নিরুপায় আমি তাই চুপ করে বসে –
আনন্দ নেই ঘরে ...


কেন যে এমন কোরে নিতান্ত অসময়ে
ছেড়ে দিয়ে  চলে যায় অবুঝের মত,
সব  কিছু ফেলে  রেখে মাথার উপরে।
আমি কি পারি একা - সামলাতে তারে?
আনন্দ বোঝেনা তা, ছেড়ে যায় চলে!


আসবে কি আদৌ সে ফিরে?
না না আসবেনা সে তো আর – বড় অভিমানী সে যে,
সুখ স্বপ্ন আর সাচ্ছন্দগুলো যত
একে একে ঘুমিয়ে পড়েছে ওরা, ক্লান্ত হয়ে সবে
আনন্দ নেই আজ ঘরে ...


মৌন বিকেল আর স্তব্ধ রাতের কোলে
নির্ঘুমে পড়ে রই  রাতের জোনাকি আর ঝিঁ ঝিঁদের সাথে।
নিম পেঁচা ডেকে যায়
রাতের নীরবতা আর অন্ধকারকে আরও নিশ্ছিদ্র করে।


অধীর অপেক্ষায় একলাটি বসে রই - অস্থির হয়ে
দিন যায় যায় মাস বছর যায় ঘুরে,
তবু আনন্দ ফিরে না আর ঘরে ...
আজও  কি বোঝেনা সে, শুধু  একটি বার
তারে ছাড়া চলেনা যে এক পাও আমার ??


আনন্দ আনন্দ ... নাঃ কোনও সাড়া নেই তার
আনন্দ বিহনে তাই একাকী বসে কাটাই
নিঃশব্দ রাত্রির আঁধার গভীরে
আনন্দ  যে নেই আজ ঘরে ...
=====================
অমিতাভ (১২।৭।২০১৫) বাড়ি ভোর ৬-০০