সুন্দরী সিমন্তিনী হয় আনন্দ উল্লাসে -
কপালে লাল টিপ, শাড়ি পাছাপেড়ে,
ভরা যৌবন তার সাজায় নিজেরে
প্রাণভরে সমাদরে - কবরি কুন্তলে
আলতা সিঁদুর কুমকুম ফুলে।


স্বামীর ঘরে এসেছিল সে
বড় যত্ন করে রাখা নীল
সিল্কের রুমাল নিয়ে সাথে।


সযত্নে এঁকেছিল রুমালের কোণে,
সেলাই করবে বলে বড় উৎসাহ নিয়ে -
“পতির পুণ্যে হয় সতী“।


কত স্বপ্ন বুনেছিল কোমল হৃদয়ের কোণে
সতীসাধ্বী গৃহলক্ষী হবে যে আখেরে,
পঞ্চব্যঞ্জনে সাজিয়ে দেবে থালা
করবে সেবা প্রিয় গৃহস্বামীরে ,
বিনিময়ে সেওতো পাবে
উষ্ণ আদর ভালবাসা দুই হাত ভরে ...


সকালেই দেখি
আলতা সিঁদুর মাখা সুন্দরীকে,
ডাগর চোখে অপলকে -
ঝুলে আছে ঘরে !


সুন্দরী নেই আর
নেই নীল যৌবন বুক ভরা আশা-
সযত্নে সঞ্চিত ওই রুমালের গিটে।


তবে হ্যাঁ -
সেলাই করে গেছে সুন্দরী
রেখে গেছে কথা,
দগদগে লাল সুতো দিয়ে নীল
সিল্কের রুমালটির উপরে


“সতী নয় লম্পট পতি” ...


===============
অমিতাভ(২৫.৭.২০১৫) বাড়ি, বিকেল ৪-৩০