আদরিনী শহর আমার সুন্দরী কোলকাতা
ভাসছে এ’শহর আজ ভেনিসের মত,
অলি গলি রাজপথ কিংবা বিমানপোত
যত দূর চোখ যায় শুধু জল আর জল।
ভেসেই চলেছে এ’শহর -
ঘোলাজল, মলিনতা আর পুঁজরক্ত নিয়ে।
অবাধে দু’বাহু মেলে -
রাজপথ লোকালয় অলিতে গলিতে,
পারেনা ঢাকতে তার লজ্জা, দুর্বলতা
হতশ্রী আর দীনতাকে।


আদরিনী শহর আমার সুন্দরী কোলকাতা
কল্লোলিনী হয়ে বয় তার জমা অশ্রুজলে,
বাঁধভাঙ্গা কান্নায় ভেঙ্গে পড়েছে আজ
গৌরব হারানোর বেদনার ভারে।


তিলোত্তমা যে আজ হতশ্রী উলঙ্গ
খসে পড়েছে তার লজ্জাবস্ত্রখানি
লজ্জাবনত মুখে ঘোলাজলে মুখ ঢেকে
কল্লোলিনী ভেসে যায় দেখি।

আদরিনী শহর আমার সুন্দরী কোলকাতা।
ভেসেই চলেছে আজ ভরা অশ্রুজলে
ঘোলাজলে অন্তরের মলিনতা নিয়ে
অসহায় বিবসনা তিলোত্তমা কাঁদে।
========================
অমিতাভ(১.৮.২০১৫)বাড়ি, বিকেল ৪-০০