তখন সেকাল ছিল -
গুহা জঙ্গল ছিল
আমরা সবাই ছিলাম প্রকৃতিকে নিয়ে।


প্রকৃতির মধ্যে থেকে
প্রকৃতিকে আপন করে প্রকৃতির কোলে ......


বিবর্তন, বিবর্তনের পর আমাদের এখন একাল -


এখন অনেক উন্নতি আর আধুনিকতা,
লাভের অঙ্ক-কথা
একটি শব্দ শুধু সবার ওপরে  
শব্দব্রহ্ম হয়ে সে মস্তিষ্কে ঘোরে -
“আমার, আমার সব যা আছে আমার”
নেশাগ্রস্তের মত আচ্ছন্ন এ’মনে
একই শব্দের গুঞ্জরন শয়নে স্বপনে
“আমার, আমার সব যা আছে আমার”...

অযান্ত্রিক মানুষ আজ যন্ত্রদানব
অপ্রকৃতিস্থ এক হৃদয়হীন জীব।


বিবর্তনের মন্থনে পেয়েছে সে আজ
শব্দব্রহ্ম এক -
“আমার, আমার সব যা আছে আমার”...
===================
অমিতাভ (২৬.৭.২৯১৫)