দিনান্তে অবসন্ন বিকেল বেলায়, রক্তাক্ত সূর্য ঢলে গোধূলির কোলে
আকাশের কোণে ধীরে মেঘ জমে কালো, নেই আর সোনালী রৌদ্র জোরালো।
বুধনি ঘরে  ফেরে ওই পথ ধরে, ক্লান্ত অবিন্যস্ত দেহে গতর গেছে পড়ে
নেই তার আলো আর চোখের তারায়, নেই উদ্ধত বক্ষ, তার চকিত চাহনি,
গভীর নাভীতে ভরাট শরীরের বাঁক...


খোলা জানালার গায়ে একলা দাঁড়িয়ে -
ছোট থেকে ছোট হয় আমার পৃথিবী,  আকাশের সীমা যায় কমে
ক্রমশ বেড়ে ওঠা ইট কাঠ পাথরের দেয়ালে দেয়ালে,
ঘরের একমাত্র জানালার সামনে ধরা – আমার পৃথিবী !!


ওখানেই কখনো দেখি সাদা  মেঘ উড়ো, এক ফালি বাঁকা চাঁদ তারাদের সাথে,
পুর্ণিমার রাতে আজও - ঘরখানি ভরে যায় আলোতে আলোয়।
ভাল লাগে দেখতে ওই সুন্দরেরে, বুঝি অন্তরে এখনও আছে অপুর্ণ তৃষা,
অব্যক্ত হয়ে ওই সুন্দরের কাছে।


পথে ওরা এগিয়ে চলেছে দেখি লম্বা মিছিলে
‘নেই–নেই – চলবেনা – দিতে হবে’ বলে
জানিনা কে দেবে আর কীই বা দেবে?? নাকি আরও কেড়ে নেবে !!!


ঝড় ওঠে জমে মেঘ কালো,
তুলোর বীজেরা ওড়ে, সাথে উড়ে যায় দেখি দিশেহারা কাটা  ঘুড়ি দুটো,
যেতে যেতে বলে যায় শুনি -‘দিন বুঝি এবার ফুরোলো’
আকাশের কোল বেয়ে নামে - অন্ধকার ঘন কালো ......


হে সুন্দর – তুমিও কি চাওনা আর দেখি মুগ্ধতা নিয়ে ,
কিংবা জানাই আমার প্রশংসা, স্তুতি ও প্রণতি!
জানিনা রাখবে কি মনে সূর্যাস্তের পর - তোমারই ভক্ত এই পুরাতনেরে !!


ছোট থেকে ছোট হয়  আমার পৃথিবী, আকাশের সীমা যায় কমে
ক্রমশ বেড়ে ওঠা ইট কাঠ পাথরের দেয়ালে দেয়ালে,
ঘরের একমাত্র জানালার সামনে ধরা – আমার পৃথিবী !!
============================
অমিতাভ (১৪.৮.২০১৫)বাড়ি, দুপুর ৪-৪৫