আমার জন্মভূমি ভিটেবাটি আমার গায়ের ধুলোমাটি !
   তামাদি হয়ে গেছে ওরা, আজ  হাজার যোজন দুর !
  
   স্বাধীনতার জন্য লড়াই -
   বাবা জেঠা ঠাকুমা আমার দিয়েছিলেন সাড়া
   সোচ্চারে উদ্বেল হয়ে সেদিন দেশের জন্য লড়াই।


   কারাগারের অন্তরালে - তাঁরা রাত্রিদিন
   সোনার সংসার ভুলে ছিলেন অন্তরীণ।


   কতযে দিন মাস যায় বছর কাটে - কারাগারের অন্তরালে
   স্বপ্ন চোখে স্বাধীনতা দেশ হবে স্বাধীন !
  
   স্বাধীন হল দেশ আমাদের, স্বপ্ন সফল বুঝি
   তবে দ্বিখন্ডিত বিভক্ত সে - দাঙ্গা হিংসা জর্জরিত  উন্মত্ত বিকারে।


   বাস্তুহারা হয়ে পেলাম স্বাধীনতার স্বাদ
   হারিয়ে গেল জন্মভূমি আমার সোনার গাঁ!!


   ঝিঙে ফুল লাউ মাচা, বা'র বাড়ি আর পূবের হিসা
   হঠাৎ রাতের অন্ধকারে হারিয়ে গেল সব ।
  
   বিলম্বু গাছের নিচে, ক্ষেতের আলে দীঘির ঘাটে,
   পৈত্রিক দালানকোঠা, শান্ত দুপুর গাছের ছায়া - হারিয়ে গেল সব ...


   আমার জন্মভিটা বরৈতলা নোয়াখালী - বাস্তবে আজ বিদেশ বিভুঁই,
   স্বপ্নেই তারে দেখি শুধু আর নয় তো সে আমার।


   নতুন শব্দ জুড়লো দেহে – ছিন্নমূল এখন,  
   ভিটেমাটি ঘর হারানো স্বাধীনতার স্বাদ !


   খুড়োর কল, ঠিক যেন এক 'ক্যাপ্স্যুলের' মতন
   সরকারের দেওয়া তাম্রপাত্র আর কিছু পেনসান !!!


   বাঃ বারে আমার পূর্বজদের স্বাধীনতা সংগ্রাম
   বারে আমার বিধির বিধান স্বাধীনতার স্বাদ !!
   ==========================
   অমিতাভ (১৫।৮।২০১৪)বাড়ি, সকাল ৭-০০
  
   ** আজ স্বাধীনতা দিবস , কিন্তু আমার কাছে সে যে কত বেদনাদায়ক ও অসহ্য যন্ত্রনাকর স্মৃতি, তারই অভিব্যক্তি এই কবিতার রক্তলেখায়। কোনও চরম শত্রুর সাথেও যেন না হয় এমন ভাগ্যের পরিহাস ।
আজ শুধুই মনে পড়ে আমার শ্রদ্ধেয় বিদেহী বাবা, জেঠা ও বিদুষী ঠাকুমার কথা – কি অব্যক্ত যন্ত্রনা নিয়ে তাঁরা কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো !! কোন  অজানা কারনে পিতৃপুরুষের ভিটে হারিয়ে শেষের সে দিনগুলো বুকভরা হারানোর ব্যথা নিয়ে নিরূপায়, অসহায় হয়ে কাটালেন?  বিনিময়ে স্বাধীনতা সংগ্রামের পুরস্কারস্বরূপ সরকারের দেওয়া তাম্রপাত্র আর কিছু পেনসান নিয়ে!!! দেশের জন্য বলিদানের সার্থক ও য্থার্থ পুরষ্কার  !!!!! তবুও বলি বসন্তের কোকিলের মত ...
“Happy Independence Day” !!!