আজ রবিবার- অলস ছুটির দিন
মিষ্টি সকাল ইলসেগুড়ি বৃষ্টি ঝিরঝির,
চেনা অচেনা নবীন প্রবীন, কিছু উৎসাহি প্রাণ-
জানিনা কেন হল একজোট,
নিতে বন্ধুত্বের ঘ্রাণ?


শুরু হয়ে যায় ভন ভন ভন ভ্রমরের গুঞ্জন -
হাসি গান ঠাট্টা তামাসা, আলাপন বিনোদন,
এরই মাঝে কত মুচমুচে আর নরম ও তরল -
খাবারের  আয়োজন !


ফুলেরাও দেখি হেসে ওঠে ওই খোলা জানালার পাশে,
নির্মল আনন্দঘন এক অলস দুপুর।
হাসে ওরা প্রাণ খুলে গায় কেউ বা কবিতায় –
কেউ কিছু বলে আপনার মনে - নিপাট নির্দিদ্ধায়  ...
  
হয়তো কিছুক্ষন ভুলে গিয়ে যত বন্ধন যত চাপ
হেসে ওঠে ওরা খিল খিল করে, কিছু উৎসাহি প্রাণ।
হয়তো  জীবনকে একটু খুঁজে পাওয়া
একটু হয়তো বা কাছ থেকে দেখা -
নাকি এরই মাঝে বুঝি খুঁঁজে নেয় - প্রাণের স্পন্দন ??


দিন শেষ হয়, অস্তমিত  গোধূলি লগন
মগ্ন দুপুরের গায়ে নামে ঢল - কালের নিয়ম,
একটু বা হাসি প্রশান্তি নিয়ে ঘরমুখো হয় সবে ।
একটু সবুজ রং মেখে মনে
একে একে সবে ফিরে যায় ঘরে
কিছু  অম্লান স্মৃতি আর আনন্দ নিয়ে বুকে  ...
===========================
অমিতাভ, ১৬.৮.২০১৫
(বন্ধু আয়োজক অমিতাভের বাড়িতে আজ আমরা ক‘জন)