দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি তোমার দেশে
ভিখারি দাড়াঁয় এসে দুয়ারে তোমার ।


ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত  –
প্রেমপিপাসায় পিপাসার্ত,
শীতল কর তপ্ত হৃদয়
তোমার ঝর্ণাধারার জলে ।


কোরবো ভ্রমন মুগ্ধ হয়ে
উঁচু নিচু মালভূমিতে
তোমার শিখরবিন্দু চুমে -
গিরিখাত উপত্যকা হয়ে ,
তোমার উষ্ণপ্রস্রবণে ।


রংবাহারি ডালিম আনার
রসালো ফলের বাহার –
আদর করে জড়িয়ে তারে
আমি তুলবো দুহাত ভরে।


তোমার দেশের ফুলের রেনু
মাখবো সারা দেহে ।
শুষে নেব ফুলের মধু
পাপড়ি ঠোঁটে চুমে ।


বাইবো তোমার উঁচু নিচু
গিরিখাতের মাঝে
ক্লান্ত হয়ে জড়িয়ে ধরে
বসব প্রতি বাঁকে ।
ছায়া ঘেরা তৃনভুমে
মাতাল হয়ে রইবো ডুবে
উষ্ণ ছোঁয়া পেয়ে।


হাত বাড়িয়ে তুলে নেব
তোমার রসাল ফলের ডালি,
মিটিয়ে নেব অনন্ত অতৃপ্ত ক্ষুধা
ক্ষুধার্ত ভিখারি !


রঙে রুপে মাদক গন্ধে , অলীক তোমার দেশ
স্রোতস্বিনী তরঙ্গিনী মোহিনী আবেশ ।
==================
অমিতাভ (১০।৫।২০১৩)