জানি এ’জীবনে কোনও দিনও মুখোমুখি হবোনা আবার।
আমাদের চলার পথ যে আজ সমান্তরাল।
জানিনা মরণের পরেও কী প্রিয় দেখা হবে কখনও কোথাও?
আমিতো বেসেছি ভাল নিজেরে উজাড় করে,
জানিনা কতখানি ভালবাসা পেয়েছিলে তুমি
কতখানিই বা আজও মনে রেখেছ আমায়?


যে আমার বড় প্রিয়, কিছুই জানিনা আজ  তার
অলক্ষে অগোচরে কিভাবে রয়েছ তুমি কিংবা কোথায়?
এওতো জানিনা আমি আজ তুমি কী নির্বিকার
নাকি তুমিও আমারই মতন, অশান্ত অস্থির অনিবার?

হারিয়ে গিয়েছে চেনা পৃথিবী আমার
দিনভর ঘুনপোকারা দেখি কেটে চলে যত আসবাব।
আমি শুধু বলে যাই
হাওয়া আলো আর অন্ধকারকে ডেকে ...


তোমরাই বলে দিও তাকে –
ভালবাসি ভালবাসি – আজও একইভাবে তোমায়
হৃদয় গভীরে কিংবা চোখের তারায় !
যা কিছু ভালবাসার সঞ্চয়টুকু ছিল -
সবটুকু উজাড় করে দিয়েছি তোমায়।


শুনতে পাও কী তুমি?
কী অসহ্য যন্ত্রনা আর ব্যকুলতা নিয়ে
মরেই চলেছি প্রতি পলে
বেঁচে থেকে নিতান্ত অর্থহীনভাবে,
আজও এই পৃথিবীর বুকে !


নেই নেই কেউ আর আপন আমার
নিঃস্ব করে দিয়েছে মরণ তোমার।


জানিনা কোথায় তুমি
তোমরাই বলে দিও তাকে –
ভালবাসি ভালবাসি – আজও একইভাবে তোমায়
শুধু তোমারেই খুঁজি বার বার।
=====================
অমিতাভ (২৪.৮.২০১৫)বাড়ি, সকাল ৬-৩০