স্কুল ছুটি দে ছুট আইস্ক্রিম স্টিক
চুবচুবে ঘামে নেয়ে ঠান্ডায় মুখ
এর পরে বনকুল হজমিগুলি
টুপ টাপ মুখে ফেলে ঘরমুখো সব।


কিচির মিচির করা যেন পাখিদের ঝাঁক
দুষ্টুমি খুনসুটি – অকারণে হুড়োহুড়ি
ধুপধাপ খিলখিল গলা জড়াজড়ি,
মুখে আবোল তাবোল যত কথার ফুলঝুরি ।


ছোট্যবেলার সেই সোনালী বিকেল
ফেলে এসেছি তারে –
আকন্দ আর হাসনুহানায় ঘেরা
আঁকাবাঁকা স্বপ্নীল ওই লাল মেঠোপথে ...


স্বপ্নরা দোলা দেয়, হাতছানি দিয়ে  যায়
ছোট ছোট  হাতগুলো হাসিমুখ নিয়ে।


আসতে পারেনা ওরা
গলা বেয়ে ওঠে জল –
কোথা হতে নোনা জলেরা এসে
দুই চোখ দিয়ে যায় ভরে ...


ছোট্যবেলার সেই সোনালী বিকেল
তারে যে যায়না ধরা
মরীচিকা হয়ে ওরা -
আজ হেমন্তের বিকেলের পড়ন্ত রোদ্দুর
দিগন্তের সীমারেখায় লাল ডুবন্ত বিকেল।
==========================
অমিতাভ (২৬।৮।২০১৫)বাড়ি বিকেল ৫-৩০