বৃষ্টিজলে উঠলো ভেসে ভালবাসার সুর
ছন্দে গন্ধে উঠলো বেজে প্রিয়ার নূপুর ...
লজ্জাবনত ওই মায়াবিনী চোখ
ভুলতে পারিনা প্রিয় ওই চন্দ্রমুখ।
দখিনি হাওয়ায় ওড়া এক ঢাল চুল
তরঙ্গায়িত দেহে নীল উড়োনো আঁচল।
ইলশেগুড়ি বৃষ্টি ঝরে চুর্ণ কুন্তলে
মুক্তাবিন্দুরা ভাসে রাঙা হাসিমুখে।
মেঘ ও রোদ্দুর খেলে লুকোচুরি খেলা
একি সম্মোহনী রূপে তুমি - সিক্ত বসনা!
ওই রূপসাগরে ডুব দিয়েছি অবাক বিষ্ময়ে
ঝোড়ো হাওয়া তোলে ঝড়, হৃদয় গভীরে।


বৃষ্টি ফোঁটারা এই গোধূলি বেলায়
রূপটান দিয়ে যায় ছায়ায় মায়ায়।
==================
অমিতাভ (১৪।৭।২০১৫) বাড়ি, সকাল ৬-০০