আবার একটা দিন হয় শুরু
ধর্মের নামে হত্যা নাহয় অপহরণ
নয়তো বিষ্ফোরণ,
ভালবাসা হয়েছে মহার্ঘ ভীষন
মহার্ঘ সহিষ্ণু মন।


এ কেমন ধর্ম কিসের ধর্ম
এত অমানবিক হিংস্র বন্য,
বিসর্জিত মানবিকতা
ফেলে বিষাক্ত নিঃশ্বাস !
হিংসা আর বিদ্বেষে ভরা
শুধুই সন্ত্রাস !!


ধর্মের নামে শোষন পিড়ন,
ঘৃনা, বিভেদ, ভীতি প্রদর্শন
আছে আষ্ফালন আছে হিংস্রতা
ধার্মিকেরা করে মানুষ হত্যা !!


বাঃ বারে আমার ধর্মযুদ্ধ
কারা এই ‘ক্রুসেডার’?


যুগে যুগে দেখি সুপ্রচলিত
শুধুই বলিদান।
নির্মোহ নিষ্পাপ জ্ঞানীর
জীবন বিসর্জন।


জানিনা এ কেমন ধর্ম
সাক্ষী আছেন শ্রী চৈতন্য –
যীশু কিংবা হাসান।


পুজার বেদিতে অর্ঘ্য
যত বৃন্তচ্যুত ফুল,
পুজারী চামর দোলায়
রক্তাক্ত - নরমুন্ডের উপর !


এমনই ধর্মযুদ্ধ আজ দেখি দিকে দিকে
হাঃ জানিনা বুঝিনা কিছুই
বড় নির্বোধ যে নিজে !!
=================
অমিতাভ (৯.৮.২০১৫)