কাছেই যদি থাকলেনা আর -
কেন বেঁধেছিলে প্রেমডোরে ?
হৃদয় নিয়ে করলে খেলা
কেন দিলে তারে - শতছিন্ন করে ?


ভালই যদি বাসলে এত –
কেন একলা ছেড়ে দিয়ে তারে
বিষ ঢেলে নীল করলে হৃদয়
বিসর্জনের  সুরে?


ভালবাসার প্রদীপ তুমি -
জ্বালিয়ে কেন ভাসাও ভেলায়?
লেলিহান আগুন জ্বালো
ছিনিয়ে নিয়ে এই অবেলায়?


ওগো প্রভূ –
দুঃখ দিয়ে কী পাও তুমি
কেন এমন নিঠুর খেলা ।
==================
অমিতাভ (১৫।৫।২০১৩)
রাত ১১-২০ , বাড়ি