একঃ
কারে খুঁজে যাই, খুঁজে যে না পাই
জানিনা আদৌ সে কি খোঁজে কি আমায়?
জ্ঞানের আলোকে ধুয়ে ধরা দাও কাছে এসে
উন্মোচিত করে দাও চেতনা আমার।


দুইঃ
আদি,  অনাদি তুমি  সৃষ্টি-স্থিতি-লয়
তুমি নিত্য, অনিত্য তুমি অক্ষয় অমর।
হাজারো পথের মাঝে চিরশান্তির পথে -
উদ্ভাসিত কর তুমি দাও দীপ্তি আমায়।
উন্মীলিত করে দাও  চক্ষু আমার
দাও দিব্য আলোর পরশ দাও তৃপ্তি আমায় …


তিনঃ
সর্বশক্তির উৎস তুমি চিরভাস্বর-
হে বন্ধু হে সখা হে পথপ্রদর্শক,
আলো দাও শক্তি দাও, মুক্তি আমায়
চিরশান্তির পথে নিয়ে চলগো আমায়।
======================
অমিতাভ (২৩.৯.২০১৫) সকাল ৭-০০