আবার একটা দিন হারায়  কালের গহ্বরে
রক্তিম বিকেলের গোধূলি বেলায় ক্লান্ত রবি যায় ঢলে
ডুবে যায় দূরে ওই সীমান্তরেখার নিচে কোন এক অজানা অতলে!
কালো রাত্রি আসে নেমে ধরনীর ‘পরে।
মৃত্যুকে আরও একটি দিন নিকটবর্তি করে,
তোমার আমার সকলের  আয়ুষ্কাল  হতে আরও একটি দিন যায় ঝরে।
দিনশেষে অলস পায়ে গাভী - ফিরে যায় ঘরে
গলার ঘন্টায় তার শুনি বিলম্বিত লয়ে এক ক্লান্তির ধ্বনি।


দিনান্তে নামে ঐ ধুসর বিকেল,
অন্ধকার নেমে  আসে রাতের পাখায়, চক্রাকারে ঘুরে।
নশ্বর এ’জীবন ছোট থেকে ছোট হয় কালের প্রবাহে।
নিস্তব্ধ নিশিথে কা’র পদধ্বনি শুনি বার বার?


এরই পরে একদিন খাঁচার পাখি যাবে উড়ে
সব বাধা আসবাব আকর্ষন ছেড়ে - কোনও এক অজানা জগতে।
ছেড়ে দিয়ে যাবো - বন নদী নক্ষত্র পর্বতমালা,
ফুল পাখি স্বজন আর অতিপ্রিয় সাথীরে আমার।


যে জীবন একদিন উঠেছিল  ফুটে –
হাসি গান কোলাহল আনন্দে বিরহে
জানি একদিন ওরা সব স্তব্ধ হয়ে যাবে,
মৃত্যু এসে ঢেকে দেবে নিস্তব্ধতার চাদরে
একাকী ছেড়ে যাবে তারে শ্মশানে কবরে কিংবা কফিনের কোলে।


সমুদ্রের ঢেউএর মত, জ্বলন্ত ধুপের মত এ’জীবন
ক্ষনিকের ফুটে থাকা ফুল
নয়তোবা কুল কুল করে বয়ে চলা নদীর মত-
মোহনায় সব তার পরিচয় শেষ, নুতন কলেবরে সমুদ্রজীবন!
মৃত্যুর পরেও বুঝি – আজানা অচেনা কোনও নতুন জীবন!!


বলতে বলতেই দেখি আবার একটা দিন যায় ঢলে
নশ্বর জীবনের আয়ুষ্কাল হতে আরও এক দিন  যায় কমে ...
===========================
অমিতাভ (২৯.৯.২০১৫)বাড়ি, বিকেল ৬-০০