চাইনা হতে জ্ঞানী মানী
মহাপন্ডিত কিংবা দানী,
ফিরিয়ে দাও শুধু আমার বাচ্চাবেলাটা ।


চাইনা আমার মান যস ধন
যৌনতার ক্ষুধা,
অনন্ত লোভ ইঁদুর দৌড়ে
বাঁচার ভনিতা।


দাও ফিরিয়ে শুধু আমার বাচ্চাবেলাটা
মায়ের কোল, চাঁদমামা টিপ
ঘুমপাড়ানির গান ...


ছোট্য দুহাত বাড়িয়ে মায়ের
ধরি নরম গাল
একপা দুপা আবার পড়া
অবাক চোখে বিশ্ব দেখা
উজ্জ্বল সকাল।


ফুল পাখি মানুষ তিতির
ছাগলছানা হাঁস কবুতর
সবার মধ্যে খুঁজে পাওয়া
আনন্দ অপার।


যা দিয়েছ সব নিয়ে নাও
চাইনা আমি কিচ্ছু যে আর
দাও ফিরিয়ে বাচ্চাবেলা
আমার মায়ের কোল।


ঘুমপাড়ানির গানের সাথে
চাঁদমামা টিপ ভোর ...
=============
অমিতাভ (১০.৯.২০১৫)