ছেড়ে তোমায় যতই যাবে দূরে
ততই আঘাত হানবে সে সজোরে,
তবুও কেন হয় সে  মধুর আরও,
কেন এত আকর্ষণী এত তীব্রতর?
তিন ভুবনে নেই কোনও তার জুড়ি –
মায়ালোকের মোহিনী এক রাজকন্যা হুরী !


তারে নিয়েই এই জীবনের যত মগ্নমুখরতা
সে নেই সাথে,  কিছুই  তো নেই - শুধুই বিযন্নতা।
ভ্রমর বিনা  ফুলের যেমন  অপুর্ণ  জীবন
থমকে দাঁড়ায় দিশা হারায় সামনে চলার  পথ।


সুতীব্র আকর্ষণী, বাজায় সে কোন সুরধ্বনি মনবীণাতারে!


পেলেও তারে চাই আরও চাই অশান্ত এই মন
ছেড়েও তারে যায়না থাকা মন যে উচাটন !
অবাধ্য অগ্নিমুখ দাবানল ঝড়
জানেনা সে মানেনা কোনও পাপ পুণ্য ভয়!


সর্বনাশা ভালবাসা এমনই দুর্বার  ...
=======================
অমিতাভ (১.১০.২০১৫)বাড়ি, বিকেল ৭-00