কেউ তো ভালবেসেছিল কোনও একদিন
কত স্বপ্নের রঙে রাঙিয়েছিল অহ রাত্রি দিন
প্রাণে খুশির জোয়ার ছিল - ধরিত্রী রঙিন
কত  উদ্দিপনা ছিল মনে - ছিল স্বপ্ননীল ...


কেন যে  পাইনা তারে কোথাও আবার  
নীলকন্ঠ পাখিটিরে যায়না দেখা আর।
আবছায়া ভোরের আলোয় ভেজাকুয়াশায়
এক কোণে  পড়ে রয় একটি পালক নীল,
ঝরা ফুলেদের সাথে  - শিউলিতলায়।


পূর্ণমাসী রাতে চাঁদ আকাশের গায়
গ্রহন লেগেছে চাঁদে আজ
অভাগা রূপোলি চাঁদ পুড়ে পুড়ে যায় ,
বর্ণহীন আকাশে একি রুদ্র দহন -
ঝলসানো চাঁদের শব  আকাশে হারায়।


তৃষ্ণার্ত এ'হৃদয়  জ্বলে  শূণ্যতার দহনে
দীবাস্বপ্ন দেখে মন - নেয় প্রদোষের ঘ্রাণ।


আনমনা এই মন নিরালায় ভাবে  বসে নিভৃত কোণে -
কখনও তো কোনও দিন
কেউ তো ভালবেসেছিল, স্বপ্নে  রাঙিয়েছিল
প্রাণে খুশির জোয়ার - ছিল কোনও দিন।


নীলকন্ঠ পাখিটিরে যায়না দেখা আর-
এক কোণে পড়ে রয়  একটি পালক নীল  
ঝরা ফুলেদের সাথে –  শিউলিতলায় ...
==========================
অমিতাভ (১১.১৯,২০১৫)বাড়ি, সকাল ৬-৩০