কারে তুই করিস পুজো – ত্রিনয়নি মাতৃমুর্ত্তি?
দেখনা চেয়ে চারিদিকে কেমন নির্বিচারে দিনেরাতে
কত কত মা বোনেদের খাচ্ছে ওরা মাংস ছিঁড়ে !


নীরব হয়ে রই দাঁড়িয়ে ধর্ষিতা হয় অবলারা
চুপ করে রই ঠুলি এঁটে মন্ত্রি সান্ত্রি আমজনতা।


হাঃ – মৃণ্ময়ীরে করছি পুজো চিণ্ময়ীরে ছিঁড়ে খেয়ে ??


জানিনা এ কেমন খেলায় মেতেছি আজ মর্তবাসি
জন্ম  দেয় যে তোমায় আমায় -
তাদেরই দেই যুপকাষ্টে বলি?


কি আগ্রাসি সর্বনাশি - আবার পুরুষ বলে গর্বও করি !!
==========================
অমিতাভ (১৬.১০.১৫)