চলেছি তরীটি  বেয়ে ঢেউয়ের দোলায়
ভোগ আর লালসায় ভরা নদীর উজানে
জানিনা কি করে  হব পার,
দিয়েছি ভাসিয়ে গা স্রোতের অনুকূলে
ভোগ আর লালসা অপার।


দেখেও দেখিনা আর, একি মোহ মায়াজাল
স্বর্ণমৃগের ঐ সুতীব্র আকর্ষন
মোহিনী মায়াজালে জড়ায়,
ভুলেছি মূল্যবোধ, লোভ আর কামনার হয়েছি শীকার।


আমি আমি শুধু আমার জয়গান,
খানপাণ ,আমার মান, আমার ঘর দুয়ার
আমার গাড়ি আমার বাড়ি আমার নুতন শিতলপাটী
আমার সোনার ছেলেমেয়ে বাকি সবাই দুয়োরানীর –
ওরা ভোকাট্টা!


একনিষ্ট ভক্ত হই ভোগবাদ লোভ আর যত কামনার
ঠুলি পরা অহংকার ভুলিয়ে দিয়েছে যত অনিবার্য পরিনতি সবার।
নশ্বর এ’জীবনে মানুষই বৃদ্ধ হয়
জ্বরা ব্যধির পর মৃত্যু - শিয়রে ওই যমের দুয়ার!
জানিনা কখন যে খুলে গেছে দক্ষিন দুয়ার
নিঃশব্দ পদসঞ্চারে -  শিয়রের পাশে এসে তোমার আমার!


হাঃ - জেনেও জানিনা আজ
প্লাবনের ঘোলাজলে ঘুর্ণির টানে –
ভাসিয়ে দিয়েছি এই দেহ মন বিসর্জিত চেতনা আমার।


চলেছি তরী নিয়ে ভোগের নদীটি বেয়ে
জানিনা কি করে  হব পার,
দিয়েছি ভাসিয়ে গা স্রোতের অনুকূলে
ভোগ আর লালসা অপার ...
==================
অমিতাভ ( ২১.১০.২০১৫)বাড়ি, সকাল ৯-০০