‘সময় উপসমের শ্রেষ্ট মাধ্যম’
একথা আদপেই কি এক সত্য প্রবচন?
কোনও ক্ষতই মনের যায়না মেটানো
শুধুই একটু ঢেকে রাখার প্রয়াস  !

ব্যথা তো বেড়েই চলে দূরত্বের সাথে
অভিকর্ষন সুত্রের মত-
ক্রমশই ভারি হয় যত যায় দূরে
ছায়া দীর্ঘায়ত হয় যত যায় সরে।


কাপড়ে জড়ানো এই শরীরের মত
ভিতরে উলঙ্গই থাকে শরীর চিরকাল ...
জন্মদাগ মেটেনা হাজারো চেষ্টায়
হয়তো বা একটু ঢাকা কিংবা একটু আড়াল !!


কোনও ক্ষতই মনের যায়না মেটানো
শুধুই একটু ঢেকে রাখার প্রয়াস  !
=======================
অমিতাভ (২৫.১০.২০১৫)বাড়ি, রাত ১২-৪৫