একটুও কি আসতে পারো, একটু ভালো বাসতে পারো?
একটু না হয় দিলেই সময় - একটুখানি প্রেম !
কি আসে যায় তোমার তাতে, বাড়ালেই বা একটুকু হাত
এই চাঁদ জোছনার ছায়ায় মায়ায় আবছায়া আবেশ?
জানি তুমি আসবেনা আর -
পরবেনা আর ধরাচুড়ো এই ধরনীর বেশ!
একটু না হয় দিলেই সময় - একটুখানি প্রেম
একটু না হয় থাকলে সাথে আমার স্বপ্ন মোহাবেশে!
নিঝুম রাতে একলা ঘরে
মনের মানুষ মনেই না হয় একটু বোসো বেশ,
চাঁদ জোছনায় ছায়ায় মায়ায় পুর্বরাগের চতুর্দোলায়
থাকবো নাহয় একটু ভুলে, তোমার কাঙ্গাল্ আমি বেশ!
একটু শুধু বোসো পাশে -
একটু হেসে যাওগো বলে - আছো তুমি বেশ।
==========================
অমিতাভ (২৫.১০.২০১৫) বাড়ি, বিকেল ৭-৩০