স্বপ্নময় মরুদ্যান, খেজুর ছায়ায়
নির্জন বেলাভূমি সাগরের তীর
হাওয়ারা ফিস ফিস - কত কী যে বলে  
হলুদ প্রজাপতিরা ওড়ে  রঙিন পাখা মেলে
নৈসর্গিক সৈকতের ওই জাফরানি সোনাবেলায় ...
অদূরেই উদ্দাম ‘ডলফিনের’ সুতীব্র হুইসেল শুনি
ওরা আনন্দে হাসে ওরা ভাসে ওরা ডোবে  
তোলপাড় করে ওরা  নীল  সাগরের  জল  ...
রঙিন ‘কোরেলে’ সাজানো সমুদ্র কাননে
ক্ষীণকটি  বিবসনা জলজ এক মৎসকন্যা - আর শুধু আমি
শ্বেতশুভ্র ‘সীগালেরা’ ওড়ে দীর্ঘ ডানা  মেলে  
চিত্রার্পিত কোরে ওই নীল আকাশের  গায়- সাগরবেলায় ...


রংয়ের ফোয়ারা নিয়ে  ওঠে রামধনু ওই
যেন ঠান্ডা পাণীয়ের গ্লাসে ‘লাইম গার্নিশ’...
===========================
অমিতাভ (২৬.১০.২০১৫)


** সুধি কবি বন্ধুরা -দেখতে দেখতে কি জানি কি করে আমিও আজ আমার ২০০তম কবিতায়।তা সম্ভব হয়েছে আপনাদের লাগাতার উৎসাহ ও সু পরামর্শে। ভবিষ্যতে আরও ভাল লেখার ইচ্ছা রইল। কেমন লাগলো জানাবেন।