সহজ কথা সহজ করে যায়না বলা আর
মনের কোণে খুব গহীনে নিবিড় প্রেমে জনগণে
হারিয়ে গেছে সহজ কথা সুস্থ মনের দাম
দূরবীণ তার পায়না নাগাল অনুবীক্ষণও নাজেহাল!


সরল মনে চলতে গিয়ে - অলি গলির হাজার বাঁকে
সুস্থ মন ধুলায় লুটায় , সারল্য আজ দুর্বিপাকে।
সরলমনা যায় হারিয়ে - মূল্যহীনের যুপকাষ্টে
মেকি এই আধুনিকতার ভুলভুলাইয়ার মারণ ফাঁদে!


যা সত্য তা যেই না বলা, হাজার শত্রু তৈরি করা
দেখি অনেক মুখই মুখ ঘুরিয়ে কটমটিয়ে রয় চেয়ে,
কি ভুল যেন করেছি আমি একটু সহজ সত্য বলে !
সহজ মন দুষ্প্রাপ্য আজ, সরল মনের নেই যে ঠাঁই !!


সহজ কথা সহজ করে যায়না বলা আর
সরল মনে চলতে গিয়ে হাজার বিপদ আজ !!
=========================
অমিতাভ (২৭.১০.২০১৫)বাড়ি, সকাল ১০-০০