অন্ধকার অন্ধকার –
আরও অনেক অনেক অন্ধকার দাও
আকাশ বাতাস ঘর, হৃদয়ের অভ্যন্তর -
করে দাও কালো আরো ঘন অন্ধকার।
নিভিয়ে দাও আলোর উৎস -
নিশ্ছিদ্র একাকার অন্ধকার দিয়ে।
কী হবে চক্ষুষ্মান হয়ে এই আলোর পৃথিবীতে
নপুংসক কিংবা ঠুটো জগন্নাথ হয়ে বেঁচে?


প্রতিক্ষনে প্রতিপলে চোখের আলোয় এ'চোখ দেখে
অন্ধকার জগতের কত বিচিত্র রাসলীলা!
কর্তন মর্দন হনন ও লুন্ঠন চলে -
প্রতিনিয়ত লুন্ঠিত হয় যত স্বাধীনতা।
দৈনন্দিন আরও কত নুতন নুতন নাম
ধর্ষন, বলাৎকার, ভ্রুনহত্যা যথা
নব নব কলেবরে নব সংযোজন!


ধর্মের নীপিড়ণ, নেই বাক স্বধীনতা
ছিনিয়ে নেয় কেউ খাওয়ার পরার কেউ বলার অধিকার -
মানুষের জন্মগত যত স্বাধিকার
তোমারই আলোর নিচে এই আলোর পৃথিবীতে!


কী হবে চক্ষুষ্মান হয়ে এই আলোর পৃথিবীতে
স্বাধীন দেশের নাগরিকতায় এক - নপুংসক
কিংবা ঠুটো জগন্নাথ হয়ে বেঁচে?


কলুষিত এই পৃথিবী তুমি ঢেকে দাও বাসুকির ফনায় ফনায়
কালনাগিনীর বিষাাক্ত নীল বিষ দাও ঢেলে।
অন্ধকার অন্ধকার - আরও অনেক অনেক অন্ধকার দাও
আকাশ বাতাস ঘর, হৃদয়ের অভ্যন্তর –
করে দাও কালো আরো ঘন অন্ধকার ।


চাইনা আলো চাইনা আর চক্ষুষ্মান হতে
অন্ধ হয়ে ডুবে যাবো অতল তলের খুব গভীরে
অনুপ্রবেশ কোরবো এবার পাতাল অন্ধকারে,
হয়তো তবুও বা খুঁজে পাবো আলোর উৎসটিরে
ওই আঁধারের খুব গভীরে নিভৃত জঠরে- পাতাল অন্ধকারে...
===========================
অমিতাভ (২১.১০.২০১৫)বাড়ি, বিকেল ৪-৩০