কখন যে হারিয়ে গেল সোনালী সেদিন, আমি বুঝতে পারিনি ।
ব্যস্ততা আর ইদুর দৌড়ের  খুড়োর কলের ফাঁদে তাদের  ধরে রাখতে পারিনি,
এখন এদিক ওদিক আশপাশ কিংবা ঘুরে পিছনপাণ -
দেখি কেউ কোত্থাও নেই তো আজ - সব ছিন্ন মলিন।
ওই নিরেট খুশির প্রহরগুলো - চোখে হারাই খুঁজে বেড়াই পাইনা যে আর তারে।


ধুলো বালি গায়ে মেখে কাঁচের গুলি পকেটে নিয়ে দিতাম সোজা পিট্টান,
এক ছুট্টে ওই বড়ই আপন - নীল আকাশের নিচে  সবুজ খেলার মাঠটাতে !
কিংবা লাট্টু আর লেত্তি  হাতে - না হয় ডান্ডাগুলি,
ঠিক যেন এক টুকরো স্বর্গ আমার হাতে !


কিন্তু আজ?
বন্ধুরা নেই, লাট্টু লেত্তি সরঞ্জামও নেই – কাউকে দেখিনা যে!
হারিয়ে গেছে সবাই ওরা  সোনালী সেই দিন,
সামনে শুধুই রয় পড়ে এক অনিশ্চিত  অজানা এক শুধুই আগামি ...
কখন যে হারিয়ে গেল সোনালী সেদিন
কলরব মুখরিত আমার ছোট্টবেলাটা, আমি বুঝতেই পারিনি !


সভ্য হওয়ার লড়াই হল শুরু –
স্কুল কলেজ ইউনিভার্সিটি আরও কত না ব্যস্ততা
সাথে আরও নতুন নতুন কতই আগুন্তুক -
রকবাজী আর আড্ডা এল -  এল সিনেমা
প্রেম পিরিতের সাথে এল  মিটীং মিছিল রাজনীতি আর বড় হওয়ার চাপ।
চাপা পড়ে গেল ওরা  - হারিয়ে গেল সোনালী দিন
অখেয়ালে অনাদরে এর তার ভিড়ে আর জীবিকার সন্ধানে।


কাঁচের গুলি লাট্টু আর ডাঙ্গুলি ঘুড়ি-
নীল আকাশের নিচে ওই সবুজ মাঠের বুকে
এক পাল দস্যি দামাল আর ছিল হলুদ প্রজাপতী ...
ওরা আজ স্মৃতিলেখায় ছবির মত শুধুই ইতিহাস ।


কখন যে হারিয়ে গেল সোনালী সেদিন
কলরব মুখরিত সেই ছোট্টবেলাটা ...
===========================
অমিতাভ (১০।১০।২০১১)