রসে -
===
হিজিবিজি কেটে আঁকিবুঁকি এঁকে
লিখে ফেলি অ আ ক খ,
বুক টেনে টেনে হামাগুড়ি দিয়ে
দাঁড়িয়ে গেলাম বেশ তো !


খেলার সাথীর সঙ্গে শুরু
কানামাছি খেলা ভোঁ ভোঁ –
ভালবেসে তারে বুকে টেনে নিয়ে
চুমু খেয়ে ফেলি চোঁ চোঁ !


মেয়েদের পিছে ঘুরে ফেরে ছেলে
কত ছেলেমেয়ে হয় শনাক্ত
ঘুরে ঘুরে ওরা কিছুদিন পরে
হল একত্রিত ও একাত্ম ।


মেয়ে ছেলে মিলে আরও ছেলে মেয়ে
এ’পৃথিবী বাড় বাড়ন্ত !



বশে -
===
মিষ্টি সকাল লাল টুক টুক হামাগুড়ি দেওয়া সূর্য
দ্বিপ্রহরে মধ্যগগণে অগ্নিগোলক তপ্ত
পায়ে পায়ে দিন ঢলে পড়ে রাতে
এগোয় সময় অলক্ষ্যে অগ্যাতে –
হামাগুড়ি দেওয়া আমিও যে আজ
বৃদ্ধ জ্বরাগ্রস্ত !!


রসে বশে বোনা এই সাবেকি জীবন
ওই লাল দিগন্তে ডুবন্ত।
জীবন তো বাঁধা কালের প্রবাহে
তারে যে হতেই হবে সমাপ্ত।
========================
অমিতাভ(১৯.০৪.২০১৩)বাড়ি, সকাল ১০-৩০