কালের গহ্বর হতে শুনি এ’কোন আকালের ধবনি?
কারা ওরা করে নিঃশব্দ পদচারনা
মুখোসের আড়ালে যত অজানা আগন্তুক ওরা
রক্তাক্ত খঞ্জর নিয়ে হাতে?


আলো দাও ... আলো দাও করে কারা করে আর্তনাদ?
অরাজক অস্থির ওই বদ্ধ ভূমিতে?
অসহায় শব্দেরা হাহাকার করে ফেরে বদ্ধভূমির দেয়ালে দেয়ালে,
নীরবেই মরে ওরা , কেউ করেনা ভ্রুক্ষেপ।
বাড়ানো হাতগুলো ক্রমশ অদৃশ্য হয়
অন্ধকার গহ্বরের অতল গভীরে ।


ক্লীবত্বের দিক্ষায় দিক্ষীত হয়ে আজ-
ধরনীতে এক মূক ও বধির সমাজ,
কেমন জড় হয়ে পড়ে রয় অহল্যার সাথী হয়ে - কাতারে কাতারে !
কতিপয় জহ্লাদ করে উল্লাস ঘুন ধরা সমাজের শাখা প্রশাখায় ।

দেখেও দেখেনা কেউ শুনেও শোনেনা আর
কিছু অট্যহাসি শোনা যায়, না হয় বাচালের বাহুল্য প্রলাপ।
সত্য – ন্যয় – মূল্যবোধেরা
পদপিষ্ট হয়, বড় অসহায় নির্মম অবহেলাভরে
প্রকাশ্য দিবালোকে  সর্বসমক্ষে .............


বিদ্যা অবিদ্যার চলে হানাহানি
মূক ও বধির রয় – ন্যয়ের তরবারি !


রাজপথে দেখি বৃহন্নলা, শিখন্ডী-
‘সিবিলি’, ‘আনাতোলিয়াদের’ অবাধ লম্বা মিছিল!!
কালের গহ্বর হতে শুনি এ’কোন আকালের ধবনি?
ঘুন ধরা সমাজের শাখা প্রশাখায় ...
=================================
অমিতাভ (১৮.১১.২০১৫)