কান্না সে তো কান্নাই হয় – হলই বা বহু রূপ
কখনও সে নয় পান্না হীরক - ভাষা তার হয় এক ।


নাই বা সে পড়ল ঝরে  অবিরত অশ্রুধারায়
দহনে দহনে হৃদয়েরে করে ছিন্ন মলিন হায়।


কত রঙে কত রূপে কান্নারা সেজে আসে
চিৎকারে মৌনতায় কিংবা শ্মশানের স্তব্ধতায়
ননয়তো বা প্লাবন উত্তাল হয়ে- বাঁধভাঙ্গা বেসামাল।
আবার কখনও সে নিশ্চুপ নির্বাক হতবাক -
বয়ে চলে ফল্গুধারার মত  অদৃশ্য অনিবার,
ভেঙ্গে দিয়ে যায় যত স্বপ্ন, কল্পনা,
তিল তিল করে গড়া  আশিয়ানাগুলো – তোমার আমার।  


কান্না সে তো কান্নাই হয় - ভাষা তার হয় এক,
বড় সযতনে চামর দোলায় বেদনার মন্দিরে -
নিষ্ঠাবান আজ্ঞাবহ এক পুরোহিত হয়ে …
=======================
অমিতাভ (২০.১১.২০১৫)