যতই তুমি লড়াই কর যতই ভক্তি প্রেম
কিংবা আগ্রাসন নির্বাসন হিংসা - যুদ্ধ বিদ্বেষ,
কাঙাল তুমি কাঙাল হয়েই থাকবে চিরকাল।


জ্ঞান, ভক্তি, মুক্তির আলোর খোঁজে কেউ
কারও বা নষ্টামি, অন্ধকার, কিংবা নারকীয় খোঁজ।
কেউ মরি জ্ঞানের ক্ষুধায় কেউ বা কামনায়
কেউ বা ত্যাগে কেউ বা ভোগে - ক্ষুধাই ক্ষুধা !!
হাঃ - কাঙালপনা নিয়েই বুঝি জন্ম এ’ধরায় ...


কাঙাল আমি কাঙাল তুমি কে কার অলঙ্কার!
বিচারক করবে বিচার পছন্দ ওনার।
কাঙাল তুমি কাঙাল হয়েই থাকবে চিরকাল
এই জনমে তোমার ...
===========================
অমিতাভ (২.১২.২০১৫)