তৃষিত এ'জীবনের তুমি অন্ন জল
কবিতার ভাষা তুমি, তুমি সঞ্চালক
বাঁচার মন্ত্র তুমি , জীবনদায়ি বীজ
ক্ষনস্থায়ি জীবনের শত কৌতুহল।


জোৎস্না স্নাত রূপোলি ঢেউ
তুমি বলাকার মেলা ডানা,
স্বপ্নীল মায়াবী রাতে ,নীল জোছনার বনে
মাতঙ্গিনী তুমি অগ্নিবন্যা এক - মাতাল নেশা।


নশ্বর এ'জীবনের বাঁচার ইন্ধন তুমি
আদর, আকিঞ্চন চুম্বন তুমি - তুমি দুর্নিবার,
সীমাহীন অব্যক্ত এক পাগলপনা তুমি
কাহারবানায় তুমি দাদরার তাল ।


বন্ধ কৌটোয় রাখা কালো ভ্রমর তুমি
তুমি মোহময় সপ্নীল অলীক জাদুকর ,
আগামির পথে যত গল্পগাথা তুমি
তুমিই জীবন সফর।
কেউ তো জানেনা আজও
কতখানিই বা তুমি রয়েছ ছেয়ে মরণেরও পর!


জীবন যুদ্ধের সেনাপতি তুমি
রেশমী সুতোয় বোনা জাল,
জীবনবৃত্তের কেন্দ্রবিন্দুতে বসে -
তুমি প্রেম অনন্ত অপার অপুরনিয় তুমি,তুমি ভালবাসা ...
===================
অমিতাভ (৭.১২.২০১৫) বাড়ি, বিকেল ৪-৩০