ধুলো মাটি ঘাঁটি কোনটা যে খাঁটি,
এদিক ওদিক – আঁচড় কাটি,খুঁটি
ভেবে সুখে মজি  -অলীক স্বপ্নে
বুঝি  পেয়েই গেছি হাতে স্বর্গ।


জানিনা আদৌ পাব কি রতন
নাকি দিতে হবে খত, শেষ হলে সব
জুটবে কপালে – শুধুই কালি
সাথে আরও  ধুলো আরও মাটি ??


আঁকি বুকি এঁকে লিখে পড়ে শেষে
চুলকোই মাথা এক কোণে বসে।
এই মানুষও তো এক জানোয়ার দেখি
কথা বলা এক পশু,
একটু  সে ভাবে
হয়তোবা একটু চিন্তা করতে পারে
ব্যস - এটুকুই তো র‍্য়েছে ফারাক।
ব্যবহারে তো আজ পশুর চাইতে
আমি এক কাঠি বাড়া !


আদৌ কী জানি বাসতে ভাল
বাসি কী ভাল সমানভাবে
সকলেরে এক চোখে ?
নাকি ধর্মের নামে বুজরুকি করি
মুখে বড় বড় বুকনি ঝাড়ি
পরে ধরাচুড়ো -
টিকি দাড়ি আর পাদ্রীর আভুসনে!!


হাঃ – কেন এই মানূষ এমন মানুষ?
কেন তবে হ’লামনা
গাধা ঘোড়া খচ্চর ??


ধুলো মাটি ঘাঁটি কোনটা যে খাঁটি,
এদিক ওদিক – আঁচড় কাটি,খুঁটি
ভেবে সুখে মজি  অলীক স্বপ্নে
বুঝি  পেয়েই গেছি হাতে স্বর্গ।


===================
অমিতাভ (৮.১২.২০১৫)