ছুটেই চলেছে সব যন্ত্রবৎ যুগপৎ
মানুষ, পৃথিবী, সময়
চাঁদ তারা নক্ষত্র আর -
আরো সব কারা যেন সারা বিশ্বময়,
রঙের রোশনাই মেলে ছুটেই চলেছে সব
অজানা এক আগামির পথে।
চলেছি পায়ে পায়ে আমিও এগিয়ে
একই ঠিকানা ... অজানাতে।


নিজগুনে সঞ্চয় না হয় উত্তরাধিকার
নাকি জবরদখল ?
দুদিনের খেলাঘরে খেলাধুলো সেরে
যেতে হবে এক দিন সবকিছু ছেড়ে ।
জানিনা সে কোন পথে
কোথাও কেউ কি তা জানে কি আদৌ ??
সেকি কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা বনছায়া পথে
নাকি উষর মরুর শুষ্ক প্রান্তর হয়ে ঐ দিগন্তের ঢলে
আলো নেভা জীবনের এক সন্ধ্যাবেলায় ...


যেতে যে হবেই ঝরে
যেমন সবুজ পাতারা ঝরে-
বেসামাল হয়ে ঝড়ে নয়তো বা হলুদ হয়ে শেষে,
পাপড়ি ফুলের থেকে, বার্ধক্য যৌবন থেকে,
তরুন তপনও যায় ঢলে - রক্তিম হয়ে দিনশেষে।


অদ্ভুৎ শাশ্বত এই শেষের সফর পৃথিবীর বুকে
কেউ জানেনা তারে
কখন কোথায় আর কিভাবে হবে তার শেষ !


যেতে যে হবেই ঝরে
দুদিনের খেলাঘরে খেলাধুলো সেরে
যেতে হবে এক দিন সবকিছু ছেড়ে।
=======================
অমিতাভ ( ১৫.১২.২০১৫)