কখনও কবিতা হয়ে কখনও বা গান
-কখনও শুধুই আহ্বান।
বার বার আসো তুমি হৃদয়ে আমার
কত সুর কত তান আর আবেগ নিয়ে সাথে
রাগ রাগিণী সমৃদ্ধ এক মোহিনী আবেশ।


শিহরিত দেহ মন – গুন গুন করে ওই
কালো ভ্রমরের মত - তুমি কাছে এলে।
জমে থাকা ব্যথাগুলো হেসে ওঠে
খিল খিল কোরে ওরা, সব কিছু ভুলে – তুমি কাছে এলে।
উত্তাল তরঙ্গ ওঠে –
তোমার গন্ধে দেহের ধমনী শিরায় - তুমি কাছে এলে।
উচ্ছাসে উদ্দিপনায় কামনার তাপে - তুমি কাছে এলে।
মন পাখি পাখা মেলে
উড়ে যায় নিখিলে নিখিলে - তুমি কাছে এলে।


তুমি নেই কাছে -
উপোসি এই মন খাঁ খাঁ মাটি মরুভুমি - কর্কশ উদাস উষর,
অধির অপেক্ষায় বসে বৃষ্টি ফোঁটার – চায় একটু জলের সিঞ্চন
সারস গ্রীবা চায়, চায় নরম বুক ঠোঁট স্তন !
উন্মুখ এ’দেহ চায় উষ্ণ শরীর- ঘাম গন্ধ আর সাথে নোনাজল।
রোমাঞ্চিত হতে চায় প্রতিটি রোমে আলিঙ্গন আর প্রগাঢ় সংযোগে,
ছায়াঘেরা উষ্ণ প্রস্রবনে চায় বিলাসি অবগাহন –
একান্তে নিভৃতে ওই নীপবনে ।


শুষ্ক বালুরাশি তেতে পুড়ে অপেক্ষায়
কতদিন হয়নি সিঞ্চন!
সুতীব্র কামনা নিয়ে বুকে উপোসি উন্মুখ
কোথায় সুজাতা – পায়েশান্ন নিয়ে তার হাতে??


==========================
অমিতাভ (৩৮.১২.২০১৩)বাড়ি, রাত ১২-৪৫