তুই আমার হয়ে যানা এবার, আর দিসনা ফাঁকি তুই
তোর মায়াবিনী ওই দুচোখে এক সমুদ্দুর প্রেম ভাসিয়ে
দুষ্টু প্রজাপতি ওরে – কেন দিসনা ধরা তুই?
তোর গন্ধ দেহের ছড়িয়ে দিয়ে, উঁকি দেওয়া দেহের খাঁজে
কেন জড়াস আমায় তুই ?


যত বারই মন দিয়ে তোর - পড়ি দেহের মানচিত্র
দিক হারিয়ে যায় বারে বার - সেই “বারমুডা ট্র্যঙ্গেলে“
তাই পোড়বোনা আর দেখবোনারে
চল - তোকেই নিয়ে যাই হারিয়ে, আমায় নিয়ে তুই।


যাই ডুবে যাই কোন অতলে অজানা কোন গহন বনে
অশান্ত ঘুর্ণি।


দুকুল ভেঙ্গে  হয় বরিষন উতল হাওয়ায় লাগলো মাতন
বাঁধ ভাঙ্গে ওই জলোচ্ছাসে প্রেমের বরিষন,
উথাল পাতাল দুই হৃদয়ে একি অশান্ত হিল্লোল !
বাজলো উঠে এ’কোন সুরে
লাগলো যে ঢেউ দুই হৃদয়ে ভাঙ্গছে সীমানা।


রাখিস না আর বেঁধে তোরে কাচুলি আর নীল শাড়িতে
হাত বাড়িয়ে দিয়েছি আয় - সব বাঁধন ভেঙ্গে তোর ।


তুই আমার হয়ে যানা এবার আর দিসনা ফাঁকি তুই।
যাই উড়ে যাই ডানা মেলে নীল আকাশের ওই সুনীলে
সাগর পারে বালুতটে নির্জনে নীল হই ।
===========================
অমিতাভ (২৭.১২.২০১৫)