বন্ধু বন্ধু বন্ধু করে
খুঁজি তারে অনন্ত
বন্ধু কোথায় বন্ধু যে নেই
বন্ধুত্বের বন্ধাত্ব।


যারে বন্ধু বলি হয়তো ভাবে
কি হবে লাভ ওর সাথে থেকে?
নয়তো ভাবে ছোট হয়ে যাব আমি
সাড়া দিলে এক ডাকে!


এমনি করেই যায় হারিয়ে
বন্ধুত্বের মমত্ব,
এল্ নিনো আর উষ্ণায়নে
বুঝিবা বাষ্পিভূত বন্ধুত্ব ।


কারে যে তুই বন্ধু বলিস
কার সাথে তোর ঘর
আপনারে তুই পাস কি খুঁজে
এই সীমাবদ্ধতায় ?


বাস্তবের এই আঙ্গিনাতে
আজ বন্ধুত্ব বিরল,
ফেস বুক আর এস এম এসেই
তার যত আষ্ফালন !


তাই এসোনা আজ সবাই মিলে
নিজেরে আজ একটু ভুলে ,
বন্ধু বলে হাত বাড়িয়ে
করি আলিঙ্গন ।
==============
অমিতাভ (৩।৬ ২০১৪)


** আজ বিশ্ব বন্ধুত্ব দিবসে আমার কিছু উপলব্ধির কথা এই কবিতায় তুলে ধরার চেষ্টা করলাম ( কবিতাটি এমনই দিনে ২ বছর আগে লেখা)