এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক
খসে যাক চুন বালি রং -
খসে পড়ুক খোল নলচে পলেস্তারা সব খসুক
জুড়িগাড়ি বিশাল বাড়ির অলিন্দে অলিন্দে
তছনচ করা ঝোড়ো হাওয়া খুব ঢুকুক খুব ঢুকুক।


এমনই একটা ঝড় উঠুক ঝড় উঠুক ...


আহা হা ঝোড়ো হাওয়ায় ঝরে গেছে অন্তর্বাস?
দেখ দেখ রাজঅন্তঃপুরে ওরা কারা করে বাস?


পোষাকবিহীন এ যে কিছু ক্ষুধার্ত কীট !
ওদের আবার প্রত্যেকেরই আছে অনেক মুখ
খাই খাই খাই করছে ওরা শুধু রাত্রিদিন।
ওদের পেটের ক্ষুধা মনের ক্ষুধা  
দেহের ধনের যশের ক্ষুধা – ক্ষুধা অনেক ওদের,
আরও কত কি যেন সব ক্ষুধাই ক্ষুধা ওদের !!


ঝোড়ো হাওয়ায় খসে গেছে মুখোশ যত আজ
সাজো সাজো রব উঠেছে চতুর্দিকে ওই
“ওরে ওরে চুলোয় যাক জুড়িগাড়ি রংচঙে সব বাংলাবাড়ি
বস্তা দে নেতা দে – আগে চাপা দেই এই কাঙ্গাল দেহের সর্বগ্রাসি রূপ।
নীলবর্ণ যে আজ পড়ল খসে ওই আপদ ঝড়ে আজ “ !!

এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক
খসে যাক চুন বালি রং -
খসে পড়ুক খোল নলচে পলেস্তারা সব খসুক
জুড়িগাড়ি বিশাল বাড়ির অলিন্দে অলিন্দে
তছনচ করা ঝোড়ো হাওয়া খুব ঢুকুক খুব ঢুকুক।


এমনই একটা ঝড় উঠুক ঝড় উঠুক ...
==========================
অমিতাভ (১০.১.২০১১)বাড়ি দুপুর ১-১৫