বসন্ত এলো যে দ্বারে
- অমিতাভ শূর


দে দোল দোল দে দোল দোল
বসন্ত এলো যে দ্বারে - দে দোল দোল
নিখিল ভুবন উঠলো দুলে - দে দোল দোল।


শীতশেষে আজ শিশির ভোরে মন রাঙিয়ে এই ফাগুনে
পথ ভুলে আজ হারিয়ে গেছি আনন্দ হিল্লোলে
শিশির ভেজা সবুজ ঘাসে বসন্ত বিলাসে।
দোয়েল কোয়েল কোকিল ডাকে
ভোরের রবি আঁখিপাতে -
রঙ্গে রূপে শৃঙ্গারে ধরনী উঠেছে মেতে - বসন্ত উল্লাসে ...


বাসন্তী রং শাড়ীতে ওই
লাল টিপ ফাগ লাগিয়ে গালে
কবরিতে পলাশ শোভে, অতসি কুন্তলে ,
ঘুঘুর ডাকে ভাঙ্গল যে ঘুম বসন্ত দুয়ারে ...


ঢল নেমেছে অঙ্গশোভায় ফুলের গন্ধ মনলোভা,
তার লাল বিনুনি হা হা চুলে
সাজিয়ে তারে আশোক ফুলে-
আঁচলখানি দেয় ছড়িয়ে পলাশে শিমুলে ...


কী অপরূপ রূপবতী বাসন্তীকা ওই !!
এনেছে আনন্দধারা হরষে উল্লাসে,
ওরে তোরা দে দোল দোল দে দোল দোল
বসন্ত এলো যে দ্বারে - দে দোল দোল।
==========================
অমিতাভ (১৪।২।২০১৫) গৃহকোণ, সকাল ৬-৩০