মনপাখি তুই যা না উড়ে
নিরুদ্দেশের দেশে
কি হবে এই খাঁচায় থেকে
চার দেয়ালে বন্দী হয়ে,
পদে পদে বাধা নিয়ে
কৃচ্ছ সাধন করে?


ক্ষনিকের এই ছোট্ট জীবন –
হারিয়ে যাবি যখন তখন
যা পাখি তুই যা না উড়ে
নিরুদ্দেশের দেশে,
ভরে নে এই ছোট্ট জীবন
আনন্দে অক্লেশে।


সাদা মেঘের ভেলায় উড়ে
যা ভেসে তুই নিরুদ্দেশে
মেলে দে তোর ডানা দুটো
মুক্ত করে মনটারে তোর
যা তুই পাখি যা না উড়ে
নিঃসীমে ঐ নীলে ...


যা না ভেসে দেশে দেশে
আনন্দে তোর ডানা মেলে -
মনপাখি তুই যা না উড়ে
নিরুদ্দেশের দেশে,
কি হবে এই খাঁচায় থেকে
চার দেয়ালে বন্দী হয়ে
পদে পদে বাধা নিয়ে
কৃচ্ছ সাধন করে?
==============
অমিতাভ (১৭.২.২০১৬)বাড়ি, সকাল ৭-৩০