এখন গভীর রাত নিস্তব্ধ নিঝুম,
রাতের নীরবতায় নীল রাত্রি আসে নেমে
কুহকি মায়াবিনীরে নিয়ে সাথে ছায়ায় মায়ায়!


রাতের গভীরে রাত নিশুতির সাথে
আচ্ছন্ন করে নামে দেহ মন অনুভব ইন্দ্রীয়গুলোকে,
দুর্বার আকর্ষনী ওই নিশুতির ভিতরের নেশাতুর রাত ।
কারে যেন পেতে চায়
বড় নিবীড় একাত্ম করে -
এই নাচার দেহ, মন - অশান্ত হৃদয়।


রাতের নির্জনতায় অদম্য ক্ষুধা নিয়ে
জেগে ওঠে সরীসৃপ নীল রাত্রির বুকে
হিস হিস করে যত ক্ষুধার আগুন
জ্বলে তার চোখে মুখে  বুকে ...


অবাধ্য করে তোলে দেহ মন সংযম
মানেনা বারণ কোনও শোনেনা সে কথা
নিশিথের তারার নিচে নীল নির্জনে।
জোৎস্নালোকে ভেসে যায় সাগরের তীর
মাতাল হাওয়া ঝাউবনে কোলাহল তোলে,
উত্তাল ঢেউয়েরা যত আছড়ে পড়ে বার বার
সুন্দরী সুকোমল সিক্ত - বালুকাবেলায়।


বড় অসহায় অস্থির লাগে নিজেরে যে আজ -
কারে যেন পেতে চায়
বড় নিবীড় একাত্ম করে -
এই নাচার দেহ, মন - অশান্ত হৃদয় ...
===================
অমিতাভ (৫.৩.২০১৬) বাড়ি, রাত ১-৪৫