মন যে আমার রয় যে পড়ে কোন বনে ,
কুল খুঁজে না ভেবেই চলি আনমনে ।
পাগল এ’মন বেড়ায় খুঁজে সবখানে
কোথায় যে তুই লুকিয়ে আছিস কোন কোণে।


অনেক হল লুকোচুরি মান অভিমান খেলা
সয়না যে মন সয়না রে এই একলা একলা চলা।
জানিস কি তুই কী নিদারুন বিষন্নতার পালা
তোরে নিয়েই আমার ভূবন যত পৌষ পাবনের মেলা ।


আয়নাতে তোর লাল টিপগুলো সাঁটা
কত কি যে ছড়িয়ে আছে - ড্রেসিং টেবিলটাতে
কুমকুম, জাঙ্ক জুয়েলারি আর ওডিকোলন শিশি
কাঁচের চুড়ি সিঁঁদূর দান - প্রসাদনির মেলা,
ছড়িয়ে আছে  জড়িয়ে আছে যত বাঁচার সাক্ষীগুলো !


লেদার ব্যাগ আর চটিজোড়া
ওরাও কেমন অপেক্ষাতে অধির হয়ে শূন্যপানে চেয়ে !
আদর করে কখন ওদের তুলে নিবি তুই ।


কুল খুঁজে না ভেবেই চলি আনমনে ।
পিয়া রে তুই আয়না ফিরে
থাকিসনা আর লুকিয়ে কোণে,
দুয়ার খুলে রই যে বসে
চাঁঁদ পাহারায় নির্ঘুুমে ...


আয়না রে তুই ওরে প্রিয়া
চাঁদের হাসি নিয়ে আয়
রাত পাহারায় রই যে বসে
তোরই প্রতীক্ষায় ...
============ ======
অমিতাভ (১০।৩।২০১৩) সন্ধ্যা ৬-৩০
লেকের ধার