কে তুমি এত চেনা চেনা লাগে কেন এত টান ?
চেনা মাটি চেনা ঘর চেনা আঘ্রান!
বড়ই নিজের লাগে, লাগে একান্ত আপন
মনে হয় বুঝি তুমি শুধুই আমার।
এত কাছে তবু কেন এতই সুদূর
কেন চিনেও চিনিনা কেন পাইনা তোমায়?


কি সুতীব্র আকর্ষন ঐ নির্বাক অবয়বে,ভাষাহীন চোখে
তোমার এই অকষ্মাৎ উপস্থিতিতে।
উঁকি দেয় বার বার মনের পর্দায় উঠে ফুটে
জলরঙে লেখা এক জ্বলজ্বলে কথা -
‘তোমাকে আমার আর আমাকে তোমার আজ বড় প্রয়োজন’
তোমার চোখের কোণে দেখেছি আলোর ছটা
রুদ্ধ এই হৃদয়ে যার আছে প্রয়োজন।
তবু কেন নিজেকে সম্পুর্ণ উন্মুক্ত করে মেলে দিতে পারেনা হৃদয়
দ্বিধাহীনভাবে এই আমার আমিকে - তোমার সমীপে?
সেও কি কোনও পিছু টান নাকি সংশয়?


জীবনের সায়াহ্নে এসেও সেই ভয়?
সেকি লোকলজ্জা? নাকি আত্মমর্যাদা খোয়ানোর ভয়?
কিছু যদি ভাবে কেউ কিংবা যদি কিছু বলে পিঠপিছে ...
অথচ সেই লোক যাদের মোটেই করিনা বিশ্বাস, ভরসা, করিনা কদর !


চাইনা আর অহঙ্কারী হতে ব্যর্থতা নিয়ে – তোমাকে হারিয়ে,
চাইনা আর এই ব্যক্তিত্বকে আরও দৃঢ় করতে গিয়ে হারাতে তোমাকে।


হায়রে ... আমার বেড়ে ওঠা পরিবেশ !
কেউ বা বলে থাকে ‘পরোওয়ারিশ’ অথবা ‘গ্রুমিং’ - নাকি 'হারিকিরি' ?
-----------------------------
অমিতাভ (১৮.৩.২০১৬)বাড়ি, রাত ১২-৩০