দামামা উঠলো বেজে রক্তের হোলি
তপ্ত দ্বিপ্রহর অশান্ত নগরি।


এখন কোথায় দল ?
কোথায় নেতৃত্ব বা  নেতা ?
এদল ওদল সেদলেরা করে শুধু কোন্দল ।


গণতন্ত্রের প্রতিষ্ঠা ? নাকি আষ্ফালন ?
দেয় রণহুঙ্কার ওরা, শুনি বিকৃত চিৎকার
কেড়ে নিয়ে জনতার যত অধিকার
ওরা ভীতি প্রদর্শন করে, জ্বালায়  আগুন লেলিহান।


খুন জখম রাহাজানি
রক্ত নিয়ে খেলে হোলি,
বোমাবাজি, তোলাবাজি ওদের সম্বল -
এদলে ওদলে কিছু অদল বদল।


এত এত দলে মিলে শুধু " দলদল "
যার আর এক অর্থ কাদাঘোলা জল !!!


এরাই নাকি আমাদের ভবিষ্যৎ সম্বল !!!
তারা নাকি নেতা বিদ্যজ্জন সমাজ সঙ্স্কারক !!!
------------------------------------
অমিতাভ ( ২৫.৪.২০১৬)


** শুরু হয়ে গেল ভোট যুদ্ধ , আর দেখতে পাই কি হিংস্র ও নিষ্ঠুর নখর দন্ত বের করা মানুষের পাশবিক প্রবৃত্তির এক উলঙ্গ প্রকাশ ! এটাই নাকি গণতন্ত্র প্রতিষ্টার নিয়মাবলী !! জানিনা সামন্ততন্ত্র বা স্বৈরতন্ত্র  এর থেকে অন্যরূপ কিংবা খুব আলাদা কিনা ?